চড়িলাম, প্রতিনিধি, ১৮ ডিসেম্বর।। গত ১৬ ডিসেম্বর সোনামুড়ার তাজুল ইসলাম নামে এক ব্যক্তির ইকো গাড়িতে করে আগরতলা থেকে ১৮ কার্টুন স্মার্ট ফোন নিয়ে শ্রীনগর হয়ে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ভুট্টু সহ ছয় সাতজন দুষ্কৃতিকারী বজেন্দ্র কলোনি এলাকায় উনার গাড়ি আটকে সব গুলি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। অবশেষে গতকাল দুপুরে এসপি অফিস সংলগ্ন এলাকা থেকে আটক বিশালগড়ের কুখ্যাত ছিনতাইবাজ মৃনাল হোসেন ওরফে ভুট্টুকে। উক্ত ঘটনায় নাম ধাম সহ তাজুল ইসলাম শ্রীনগর থানায় অভিযোগ জানালে পুলিশ ৩৪১/৩২৫/৩৯২/৪২৭/৩৪ আইপিসি ধারায় একটি মামলা নথিভুক্ত করে যার নম্বর এসআরএন পিএস -২৫/২০২৩, রবিবার শ্রীনগর থানার পুলিশ বিশ্রামগঞ্জ থেকে ভুট্টুকে গ্রেফতার করে। সোমবার শ্রীনগর থানা থেকে ভুট্টুকে আদালতে সোপর্দ করলে আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। বিশালগড় বাইপাসে ছিনতাই সহ আন্তঃরাজ্য গাঁজা, ইয়াবা, কফ সিরাপ, ব্রাউন সুগারের অবৈধ পাচার বানিজ্যের সঙ্গেও সরাসরি যুক্ত বলেও অভিযোগ রয়েছে এই মৃনাল ওরফে ভুট্টুর বিরুদ্ধে। মূলত বিশালগড়ের শাসক দলের এক প্রভাবশালী নেতার নাম ভাঙ্গিয়েই এই অবৈধ কারবার চালাতো ভুট্টু। ইতিপূর্বে রাজ্যের বেশ কিছু থানায় তার নামে মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেফতার তো দূরের কথা তার টিকির নাগালও পায়নি, তবে এবার শ্রীনগর থানার পুলিশ তাকে গারদে পুরে রাজ্য পুলিশের মান বাঁচিয়েছে বলেই ধারনা বিভিন্ন মহলের।বর্তমানে শুভবুদ্ধি সম্পন্ন বিশালগড়বাসী স্বস্তির নিঃশ্বাস পেয়েছে বলে ধারণা করছেন।