সাংসদদের সাসপেনশন সংবিধান ও গণতন্ত্রের ওপর আক্রমণ : খাড়গে

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : সাংসদদের সাসপেনশন সংবিধান ও গণতন্ত্রের ওপর আক্রমণ, সোমবার ৪৭ জন সাংসদকে সাসপেন্ড প্রসঙ্গে এই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি সোমবার রাজ্যসভায় আরও বলেন, ৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে মোদী সরকার সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘন করেছে।

সোমবার এপ্রসঙ্গে এক্স-এ পোস্ট করে খাড়গে লেখেন, ” মোদী সরকার ৪৭ জন সাংসদকে সাসপেন্ড করে সংসদ এবং গণতন্ত্রের উপর আক্রমণ করেছে।” এই সরকার সংসদকে বিরোধী দলহীন করার জন্য কাজ করছে। যাতে তিনি বিনা আলোচনায় সংসদের উভয় কক্ষে অমীমাংসিত বিলগুলো পাস করাতে পারেন। তার জন্যই মোদী এই কাজ করেছেন বলেও এদিন তোপ দাগেন খাড়গে। তিনি বলেন, আমাদের দাবি হল সংসদের নিরাপত্তায় গাফিলতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উভয় কক্ষে জবাব দেওয়া উচিত। এটা বিরোধী দলের ন্যায্য দাবি। এনিয়ে সংসদে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদপত্র ও নিউজ চ্যানেলে এই বিষয়ে আলোচনা করছেন কিন্তু সংসদে কথা বলার বিষয়টি এড়িয়ে যাচ্ছেন বলেও মন্তব্য করেন খাড়গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *