BRAKING NEWS

জাতীয় প্যারা সুইমিংয়ে সফল ত্রিপুরা দল পর্ষদে সংবর্ধিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর।। সফল সাঁতারুদের সংবর্ধনা জানানো হয়েছে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে। মূলতূ ২২তম জাতীয় প্রতিবন্ধী সাঁতার প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্য থেকে অংশগ্রহণকারী সাঁতারুদের ব্যাপক সফলতা প্রাপ্ত হওয়ায় ত্রিপুরা ক্রীড়া পর্ষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে। গত ১১ থেকে ১৩ নভেম্বর গুয়াহাটিতে এই প্যারা স্যুইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে সমীর বর্মন, বিনীত রায় ও সপ্তর্ষি পালকে নিয়ে ৩ সদস্য বিশিষ্ট রাজ্য দলের পক্ষে সমীর বর্মন একটি স্বর্ণ, একটি রৌপ্য, একটি ব্রোঞ্জ এবং বিনীত রায় দুটি স্বর্ণ এবং একটি রৌপ্য পদক জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে। দলের সঙ্গে কোচ হিসেবে ছিলেন দীপক দাস। আজ স্পোর্টস কাউন্সিলে, এক বিশেষ অনুষ্ঠানে রাজ্য দলের সাঁতারুদের এবং কোচকে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, কোষাধ্যক্ষ তপন ভট্টাচার্য এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *