নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা সোমবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার দিল্লিতে উপরাষ্ট্রপতির বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজস্থান রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। রাজস্থান রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং ডঃ প্রেম চাঁদ বৈরওয়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপরাষ্ট্রপতির বাসভবনে উপস্থিত ছিলেন।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, উপ-মুখ্যমন্ত্রী দিয়া কুমারী এবং ডক্টর প্রেম চাঁদ বৈরওয়া তাঁদের শপথ গ্রহণের পরে প্রথম সোমবার জাতীয় রাজধানী দিল্লি সফরে এসেছেন।