আগরতলা, ১৮ ডিসেম্বর : বিশ্রামগঞ্জ দ্বাদশ বিদ্যালয়ে প্রাতঃবিভাগের শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে। এই অভিযোগ তুলে আজ সকালে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা।
ঘটনার বিবরনে জানা গেছে, বিশ্রামগঞ্জ দ্বাদশ বিদ্যালয়ে প্রাতঃবিভাগের প্রতিদিন দুইটি বিষয়ে পড়াশুনা করানো হচ্ছে। বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র ৮ জন। তার উপর দুইজন শিক্ষককে বদলি করা হয়েছে। ফলে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। এছাড়াও, বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জজর্রিত বলে অভিযোগ। আজ শিক্ষক স্বল্পতার প্রতিবাদে দ্রুততার সহিত নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে গিয়েছেন প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকরা সহ শিক্ষকরা।
বিদ্যালয়ে জনৈক শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ে দুইজন শিক্ষক প্রধানশিক্ষক হয়ে অন্য বিদ্যালয়ে বদলি হয়েছে। এবিষয়ে আজকে বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

