সান্তিয়াগো, ১৮ ডিসেম্বর (হি.স.): ভিয়ারিয়ালকে অনায়াসে উড়িয়ে দিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে ফিরল কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে রিয়ালের জয় ৪-১ গোলে। গত সপ্তাহে রিয়াল বেতিসের মাঠে পয়েন্ট হারানোর পর আবার লিগে জয়ের পথে ফিরল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।
জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে দেওয়ার পর ব্যবধান বাড়ায় রদ্রিগো। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের পরের গোল দুটি করেন ব্রাহিম দিয়াস ও লুকা মদ্রিচ। সফরকারীদের গোলটি করেন হোসে লুইস মোরালেস। ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪২। ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে জিরোনা। একটি ম্যাচ অবশ্য কম খেলেছে জিরোনা। আর ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা