জম্মু, ১৮ ডিসেম্বর (হি.স.) : জম্মু-কাশ্মীর এবং লাদাখে সোমবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। যদিও এই ভূমিকম্পে কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে জানা গিয়েছে, সোমবার বিকেল ৩.৪৮ মিনিটে শ্রীনগর, পুঞ্চ, কিশতওয়ার সহ জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ অংশে ভূমিকম্প অনুভূত হয়।
জম্মু ও কাশ্মীরের পাশাপাশি লাদাখেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল লাদাখের কার্গিল বলে জানা গিয়েছে। ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে লোকজন তাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসেন। ভূমিকম্পের জন্য মানুষজন দীর্ঘক্ষণ বাড়ির বাইরে ছিলেন। তবে এখন পর্যন্ত কম্পনের কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।