মিউনিখ, ১৮ ডিসেম্বর (হি.স.): চলতি মরসুমে দারুণ ছন্দে থাকা স্টুটগার্ট ব্রায়ানের কাছে পাত্তাই পেল না। আশা করা হচ্ছিল হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু কোনও লড়াই হয়নি, বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা সহজেই ম্যাচ জিতে যায়। রবিবার রাতে আলিয়াঞ্জ এরিনায় হারি কেনের জোড়া গোলে স্টুটগার্টকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।
আর বাকি গোলটি করেছেন ডিফেন্ডার মিন-জায়ে কিম। তবে এই জয়েও টেবিলের শীর্ষে ওঠা হল না টমাস টুখেলের দলের। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাভারিয়ানরা। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লেভারকুসেন।