আগরতলা, ১৮ ডিসেম্বর: ডেলিভারি বয়ের টাকা ছিনতাইকান্ডে আটক এক যুবক। ইরানি থানার পুলিশ টাকা উদ্ধার করে ডেলিভারির বয়ের হাতে তুলে দিয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ইরানও থানায় খবর আসে কৈলাসহর ইরানি থানা এলাকায় এক ডেলিভারি বয়ের টাকার ব্যাগ এক যুবক ছিনতাই করে পালিয়ে যায়। সাথে সাথে তাঁরা ছিনতাই বাজ যুবকের পিছন ধাওয়া করলে কিন্তু ঘন অন্ধকার থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।পরর্বতী সময়ে পুলিশ তিনটও টিম অভিযানে নামে। অভিযানে নেমে কয়েক ঘন্টার মধ্যে ছিনতাই বাজ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে টাকা উদ্ধার করে। পরবর্তী সময়ে সেই উদ্ধারকৃত টাকা ডেলিভারির বয়ের হাতে টাকা তুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।