মাইবাঙের মুপানগরে অজ্ঞাতপরিচয় জনৈক মহিলার মৃতদেহ উদ্ধার

মাইবাং (অসম), ১৭ ডিসেম্বর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত মাইবাং থানাধীন কালাচান্দের মুপানগরে অজ্ঞাতপরিচয় জনৈক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ রবিবার সকালে কালাচান্দের কাছে মুপানগরে ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে নালা থেকে মধ্যবয়সি জনৈক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে মাইবাং থানার পুলিশ। মহিলার মুখমণ্ডল ক্ষতবিক্ষত, রক্তাক্ত। পরনে রয়েছে ল্যাগিংস্, কুর্তি ও সুয়েটার। তবে পুলিশ এখনও মৃত মহিলার পরিচয় উদ্ধার করতে পারেনি। ময়না তদন্তের জন্য ওই মহিলার মৃতদেহ হাফলং সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তাঁদের ধারণা, মধ্যবয়সি ওই মহিলাকে খুন করে তাঁর মৃতদেহ কালাচান্দের মুপানগর এলাকার ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে নালায় ফেলে দেওয়া হয়েছে। ময়না তদন্তের পর ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন তদন্তকারী পুলিশ অফিসার।