উত্তর ত্রিপুরা জেলায় অনুষ্ঠিত শারদ সম্মান

ধর্মনগর, ১৭ ডিসেম্বর: উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে অনুষ্ঠিত হয়েছে শারদ সম্মান অনুষ্ঠান।ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে ধর্মনগর প্রেসক্লাব নিবেদিত সপ্তমবারের মতো শারদ সম্মাননা ও শ্যামা পূজার পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

এদিন অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তুলতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তি নাথ, প্রেস ক্লাবের সকল সদস্য সদস্যারা এবং বিভিন্ন ক্লাব থেকে আসা কর্মকর্তারা। জলসেচনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

উদ্বোধক বিশ্ববন্ধু সেন বলেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শিং বলেছিলেন ভারতবর্ষের চল্লিশ শতাংশ মানব প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র মোবাইলের কারণে। মানুষ ঘুম থেকে উঠতে উঠতে সকাল ৯ টা বাজিয়ে দেয়, যা একেবারেই স্বাস্থ্যকর পরিবেশ নয়। আজকের এই পুরস্কার নিতে আসা ক্লাবগুলোর মধ্যে কোন একটি ক্লাব বলতে পারবে কি যে আমাদের ক্লাবে একজন যুবক বা একজন যুবতী রয়েছে যার ক্রীড়া নৈপুণ্যে আমরা গর্ববোধ করতে পারি। মোবাইলকে সঙ্গ করে মানুষ নিজের প্রতিভাকে বিসর্জন দিয়ে অলস হয়ে যাচ্ছে।

 পাশাপাশি যুবসমাজ পঙ্গু হয়ে যাচ্ছে। তাই মোবাইল ছেড়ে যতটুকু শুধুমাত্র দরকার ততটুকু কাজ করে মানুষকে ক্রীড়াসহ বিভিন্ন শিল্প নৈপুণ্য এ প্রতিভা প্রদর্শনের জন্য নিজেদেরকে তৈরি করতে উপদেশ দেন। পুরস্কার বিতরণীর পাশাপাশি স্থানীয় শিল্পীদের নিয়ে নৃত্য ও সংগীতের আয়োজন করা হয় যা উপস্থিত মানুষকে মন ভরিয়ে দেয়। দুর্গাপূজায় বিভিন্ন বিভাগে আলাদা আলাদা ক্লাব কে পুরস্কৃত করা হয় তবে সেরার সেরা পুরস্কারটি তুলে দেওয়া হয় পদ্মপুর ক্লাবের হাতে। পাশাপাশি শ্যামা পূজার শ্রেষ্ঠ পুরস্কারটি অ্যাথলেটিক ক্লাবের হাতে তুলে দেওয়া হয়। 

বিভিন্ন বিভাগে যেসব ক্লাবকে পুরস্কৃত করা হয় সেগুলির মধ্যে ছিল নবরাগ সংঘ, এগিয়ে চলো ক্লাব, জেলরোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি, আপনজন ক্লাব, জয় হিন্দ ক্লাব, মধ্য শহর দুর্গাপূজা সার্বজনীন কমিটি, নয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি, নেতাজি ক্লাব, আমরা সবাই ক্লাব, কামেশ্বরের দেশবন্ধু ক্লাব, মার্চেন্ট স্পোর্টিং ক্লাব, নবযুগ সংঘ, সেন্ট্রাল রোড কালিবাড়ি উন্নয়ন কমিটি, এরিয়ান্স ক্লাব এবং রেলওয়ে ইয়াংম্যান অ্যাথলেটি ক্লাব। প্রত্যেকেই পরের দুর্গাপূজা এবং কালী পূজার অপেক্ষায় এই বছরের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য প্রেসক্লাবকে ধন্যবাদ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *