রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান, সারা দেশে বিশ্ব হিন্দু পরিষদের আমন্ত্রণ

আগরতলা, ১৭ ডিসেম্বর: অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। সারা দেশ জুড়ে রাম মন্দির উদ্বোধনের জন্য ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ দেশের প্রতিটি রাজ্যে কলস পাঠিয়ে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানিয়েছে। আমাদের রাজ্য ত্রিপুরাতেও কলস পাঠিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। 

আগামী ২২শে জানুয়ারি ২০২৪ অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের দ্বার উদঘাটন হবে। তাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে ব্যাপক আয়োজন ও নানা কর্মসূচি গ্রহণ করেছে পদ্ম শিবির। তারই অঙ্গ হিসাবে বিশ্ব হিন্দু পরিষদ প্রসাদ ও প্রচার পুস্তিকা নিয়ে আগামী ১লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিটি মানুষের বাড়ি বাড়ি যাবে।অযোধ্যা থেকে পিতলের কলসে করে এসেছে মাটি। সেই কলস রাজ্যের প্রতিটি জেলাতে পাঠানো হবে। রবিবার আগরতলা উমা মহেশ্বরী কালী মন্দিরে বিশেষ পুজো করে প্রত্যেকটা জেলায় কলস পাঠালো বিশ্ব হিন্দু পরিষদ। রাজ্যের প্রতিটি জেলায়, প্রত্যেক নাগরিকের বাড়িতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদ আগামী বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাবে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ত্রিপুরা থেকে বেশ কিছু সংখ্যক ধর্মপ্রাণ মানুষ রাম মন্দির উদ্বোধনে অনুষ্ঠানের দিন অযোধ্যায় সম্ভবত হবেন। এজন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

ReplyReply to allForward

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *