নাগপুর, ১৭ ডিসেম্বর (হি. স.) : মহারাষ্ট্রের নাগপুর জেলার বাজারগাঁওয়ে অবস্থিত বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত নয়জনের।
জানা গিয়েছে, রবিবার সকালে ওই বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নয়জন নিহত হয়েছেন। এই কারখানায় প্রচুর পরিমাণে গোলাবারুদ ও রাসায়নিক থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। বিস্ফোরণে তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
এই কারখানাটি সোলার এক্সপ্লোরেশন কোম্পানির মালিক শিল্পপতি সত্যনারায়ণ নুয়ালের। এই কোম্পানি দেশের অনেক কোম্পানিকে গোলাবারুদ সরবরাহ করে। কোম্পানিতে বিপুল পরিমাণ রাসায়নিক ব্যবহার করা হয়।
বিস্ফোরণের সময় কারখানায় গোলাবারুদ তৈরি করা হচ্ছিল বলে জানা গেছে। ক্ষয়ক্ষতির সম্পূর্ণ তথ্য এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে কেসিবিএইচ-২-এর একটি ভবন ধ্বংস হয়ে গেছে। পুলিশ সুপার ড. সন্দীপ পাখালে জানান, উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। মৃতরা হলেন যুবরাজ কিষাণজি, ওমেশ্বর কিষানলাল, মিতা প্রমোদ উইকে, আরতি নীলকান্তি সাহারে, স্বেতালি দামোদর মারবাতে, পুষ্প রামজি, ভাগ্যশ্রী সুধাকর, রুমিতা বিলাস উইকে এবং মৌসাম রাজকুমার।