রায়গঞ্জ, ১৬ ডিসেম্বর (হি.স.) : অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে ভুটভুটির ধাক্কায় মৃত্যু হল মেয়ের। ঘটনায় গুরুতর জখম স্বামী ও ছেলে। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানার বালিয়াপাড়া স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কের উপরে।
স্থানীয়রাই জখমদের উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে স্বামী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। জখম বধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই গৃহবধূর নাম মানুয়ারা বিবি (৪৪)। বাড়ি ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের বাগডুমা গ্রামে। মৃতার স্বামী মজিবুর রহমান বলেন, ‘এদিন সকালে শাশুড়ি পক্ষাঘাতে আক্রান্ত হয় সেই খবর শুনে আমার স্ত্রী বাবার বাড়িতে যেতে চায়। বাইকের মধ্যে ছেলে আমি ও স্ত্রী যাচ্ছিলাম। সেইসময় জাতীয় সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে একটি ভুটভুটি ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। এরপর স্ত্রীকে উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। মেডিকেলের চিকিৎসক স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।‘ ঘাতক ভুটভুটিটিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।