BRAKING NEWS

ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েশনের উদ্যোগে সিলেকশন ট্রায়াল ও প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। একদিকে নির্বাচনী শিবির, অপরদিকে প্রদর্শনী হ্যান্ডবল ম্যাচ। এক কথায় ত্রিপুরায় হ্যান্ডবলের এসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি হ্যান্ডবল খেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হচ্ছে। গত মঙ্গলবার উমাকান্ত হ্যান্ডবল মাঠে সাব জুনিয়র বালকদের একদিনের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়েছে।‌ জাতীয় সাব জুনিয়র বালকদের টুর্নামেন্ট হবে দিল্লিতে। সিলেকশন ট্রায়ালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪০ জন খেলোয়াড় থেকে ১৬ সদস্য বিশিষ্ট রাজ্য দল গঠনের জন্য প্রাথমিক প্রস্তুতি সেরে নিয়েছে‌। এই প্রশিক্ষণ শিবিরে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায়, সংস্থার সেক্রেটারি লিটন রায়, সহ-সভাপতি জবা পাল দত্ত ও মধু গোপাল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এই শিবির থেকে বাছাইকৃত রাজ্য দল জাতীয় সাব জুনিয়র আসরে অংশগ্রহণের বিষয়ে স্পোর্টস কাউন্সিল এবং দপ্তর সূত্রে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাবে বলে অনুমান। ‌ এদিকে বণিক্য চৌমুহনি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আজ বিকেলে এক প্রদর্শনী হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‌ এতে ২৩-২৩ গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র তে নিষ্পত্তি হলে ম্যাচের ফয়সালার জন্য তা গড়ায় টাইব্রেকারে। এছাড়া, আগামী মাসের দিকে রাজ্যভিত্তিক টুর্নামেন্ট এবং সাব জুনিয়র বালক এবং বালিকাদের টুর্নামেন্ট এবং আবাসিকের  ২১ দিনের জন্য আবাসিক ক্যাম্প আয়োজনের ব্যবস্থা হচ্ছে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *