টেস্ট সিরিজে নেই মহম্মদ শামি, মাথায় হাত রোহিত-কোহলিদের

মুম্বই, ১৬ ডিসেম্বর(হি.স.): সদ্যসমাপ্ত একদিনের বিশ্বকাপে বল হাতে প্রতিপক্ষের শিবিরে ত্রাস ছড়িয়েছিলেন বাংলার প্রেসার মহম্মদ শামি । প্রথম চার ম্যাচ তিনি খেলেন নি। এরপর সুযোগ পেয়েই গোটা টুর্নামেন্টে তাকে থামানো যায়নি। টুর্নামেন্টে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। ১০.৭১ গড়ে তাঁর বোলিং অবিশ্বাস্য ছিল বিশেষজ্ঞদের কাছে।

বিশ্বকাপ মাতালে কি হবে,এখন গোড়ালির চোট সমস্যায় ফেলেছে শামি’কে। তিনি বেশ কিছুদিনের জন্য ছিটকে গিয়েছিলেন মাঠ থেকেও।

দক্ষিণ আফ্রিকা সফরে কোহলি, রোহিতদের মত মহম্মদ শামিকেও সাদা বলের দুই সিরিজ থেকে বাইরে রাখা হয়েছিল। কেবল টেস্ট সিরিজের জন্য তিনি ছিলেন। ভারতীয় বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কেবলমাত্র মেডিক্যাল টিমের সবুজ সংকেত পেলেই মাঠে নামতে পারবেন সামি। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই ছাড়পত্র পাচ্ছেন না মহম্মদ শামি।সুতরাং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতে চলা দুটি টেস্টেই তাঁর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। গতকাল ১৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে গেছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ-সহ ভারতীয় দলের বেশ কয়েকজনের। কিন্তু শামি যাননি তাঁদের সঙ্গে। এর জন্য অতিরিক্ত পেসার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে রাখা হয়েছিল। এছাড়া ভারতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নভদীপ সাইনি ও হর্ষিত রানা’কে। সুতরাং টেস্ট সিরিজ জিততে সংকল্পবদ্ধ ভারতের পথে কাঁটা ছড়াতে পারে মহম্মদ শামির এই চোট!