নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মতে, কংগ্রেসের নাম নিয়ে ও গান্ধী-নেহরুকে অকথ্য কথা বলে ভোট চায় বিজেপি। শনিবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, কংগ্রেসের নাম নিয়ে ও গান্ধী-নেহরুকে অকথ্য কথা বলে ভোট চায় বিজেপি। তাঁদের একটাই কাজ আমাদের অপব্যবহার করে ভোট নেওয়া।
সংসদে ধোঁয়া কাণ্ডেও মুখ খুলেছেন খাড়গে। তাঁর কথায়, এটি একটি গম্ভীর সমস্যা এবং সরকারকে সেদিকে নজর দেওয়া উচিত। আমরা বারবার সংসদে বলছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এসে বক্তব্য রাখতে হবে। কিন্তু তিনি আসতে চাননি। তারা (বিজেপি) সংসদ চলতে দিতে প্রস্তুত নয়। এটা গণতন্ত্রের জন্য ভালো কিছু নয়, কিন্তু যারা গণতন্ত্রে বিশ্বাস করে না তাদের সঙ্গে কথা বলে লাভ নেই।”