মহান বিজয় দিবসে আসাম রাইফেলসের উদ্যোগে বাইক র‌্যালি

আগরতলা, ১৬ ডিসেম্বর: ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আর্থাৎ আজকের দিনে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। এরই উপলক্ষ্যে আসাম রাইফেলস সেক্টর একটি মৈত্রী বাইক র‌্যালির আয়োজন করে।

এদিন গতকাল সাব্রুমে -বাংলাদেশ মৈত্রী ব্রিজে বেসামরিক সৈন্যদের নিয়ে পতাকা উত্তোলন করা হয়েছিল।বেসামরিক-সামরিক যৌথভাবে কাজ করে ২৮ জন সৈনিক বাইক চালক এবং ৩৫ জন বেসামরিক বাইক চালক সমন্বয়ে এই র‌্যালিটি প্রায় 200 কিলোমিটার পথ অতিক্রম করে আগরতলা এসো পৌঁছায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *