ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। আগামীকাল অরুণ কান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস টুর্নামেন্ট মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতা শুরু হবে সকাল ৮টায়। উদ্বোধনী অনুষ্ঠানে এসোসিয়েশন এর সকল কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এবারের টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের সিঙ্গেলসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন স্কুলের খেলোয়াররা অংশগ্রহণ করবে। ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।