নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর : গাড়ি চালকের উন্মাদনায় বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়লো বরযাত্রীর একটি বোলেরো গাড়ি। তাতে তিন জন যাত্রী গুরুতর অভাবে আহত হয়েছেন। অপর কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন বলে খবর।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে গিয়ে এক পথ দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন তিন বরযাত্রী। জানা গেছে শুক্রবার রাত দুটো নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিছড়া থানাধীন সলগই বাজার লাগোয়া ৮ নং জাতীয় সড়কের ব্রিজের উপর। রাতে উত্তর ত্রিপুরার গঙ্গানগরের আটজন বরযাত্রী রামকৃষ্ণনগরের এক বিয়ের অনুষ্ঠান শেষে একটি বলোরো গাড়ি চেপে বাড়ি ফিরছিলেন। তাদের গাড়িটি দ্রুতবেগে ব্রিজের সম্মুখে পৌছে মদমত্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি ব্রিজের একপাশের রেলিং ভেঙ্গে দুর্ঘটনাগ্রস্থ হয়। এতে ব্রিজের দুটি পিলার খসে পড়ে। গাড়িটিও দুমড়ে মুচড়ে যায়।ফলে আট যাত্রীদের মধ্যে গুরতর আহত হন তিন জন।
পরে ঘটনাটির খবর পেয়ে দ্রুত সাহায্যে এগিয়ে আসেন সলগই বাজারের কর্তব্যরত ভিডিপি কর্মীরা। তারা আহতদের উদ্ধারের পাশাপাশি থানায় খবর দিলে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌছান পুলিশের এসআই বিপি রাভা।
শেষে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মাকুন্দা লেপ্রসী কাম জেনারেল হাসপাতালে। আহতদের মধ্যে তিন যাত্রীর অবস্থা গুরতর বলে খবর পাওয়া গেছে। এদের মধ্যে রয়েছেন ত্রিপুরা গঙ্গানগরের মনীষ ছেত্রী, পৃতম নাথ ও প্রশান্ত শুক্লা। শনিবার সকালে পুলিশের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি জেসিবি লাগিয়ে উদ্ধার করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে উল্লেখিত স্থানে কয়দিন পর পর ঘন ঘন যানদুর্ঘটনা ঘটে চলেছে।