কলকাতা, ১৫ ডিসেম্বর (হি.স.) : সুপ্রিম কোর্টে খারিজ হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন! কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের শুনানি পর্বের রিপোর্ট প্রকাশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হোক, এই মর্মে সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।
কলকাতা হাইকোর্টে বর্তমান যে বেঞ্চে মামলা রয়েছে সেখান থেকে মামলা স্থানান্তর করার জন্যও আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের তরফে সেই আর্জিও খারিজ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসকে নিয়ে রিপোর্ট জমা দিয়েছে ইডি। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই রিপোর্ট জমা দেওয়া হয়। গত মঙ্গলবার নিয়োগ সংক্রান্ত মামলায় কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইডিকে বলেছিলেন বিচারপতি সিনহা। সেই মোতাবেক জমা দেওয়া হয় রিপোর্টটি।