জোহানেসবার্গ, ১৫ ডিসেম্বর(হি.স.): আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ সেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব। চতুর্থ সেঞ্চুরি করলেন গতকাল রাতে জোহানেসবার্গে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। ৫৬ বলে ৭ চার ও ৮ ছক্কায় ১০০ রানের ইনিংস খেলেছেন তিনি। আর এর ফলে সেঞ্চুরির রেকর্ডে এবার রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলের পাশে বসলেন সূর্য।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি করা শীর্ষ তিন ব্যাটার:
৪-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৪-রোহিত শর্মা (ভারত)
৪–সূর্যকুমার যাদব (ভারত)।

