হায়দরাবাদ, ১৫ ডিসেম্বর (হি.স.) : নতুন হাইকোর্ট ভবন নির্মাণের পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। শুক্রবার হায়দরাবাদে একটি পর্যালোচনা সভায় তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সংশ্লিষ্ট আধিকারিকদের এই নির্দেশ দেন।
তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি শুক্রবার হায়দরাবাদে একটি পর্যালোচনা সভায় ২০২৪ সালের জানুয়ারিতে নতুন তেলেঙ্গানা হাইকোর্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এদিন সভায় এসংক্ৰান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেন। শুক্রবার একটি সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে। শুক্রবার নতুন হাইকোর্ট ভবন নির্মাণের পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে এবং হায়দরাবাদে তেলেঙ্গানার এমসিআরএইচআরডি ইনস্টিটিউটের শীর্ষ আধিকারিকরা। এই বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি ও আইনজীবীরা বর্তমান হাইকোর্ট ভবনের জরাজীর্ণ অবস্থার প্রসঙ্গ তুলে ধরে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী রেবন্ত সবকিছু জেনে রাজেন্দ্রনগরে ১০০ একর জমিতে একটি নতুন হাইকোর্ট ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় তহবিলের কথা জানান।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
হায়দরাবাদ, ১৫ ডিসেম্বর (হি.স.) : নতুন হাইকোর্ট ভবন নির্মাণের পরিকল্পনা তৈরির নির্দেশ দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। শুক্রবার হায়দরাবাদে একটি পর্যালোচনা সভায় তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি সংশ্লিষ্ট আধিকারিকদের এই নির্দেশ দেন।
তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি শুক্রবার হায়দরাবাদে একটি পর্যালোচনা সভায় ২০২৪ সালের জানুয়ারিতে নতুন তেলেঙ্গানা হাইকোর্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আধিকারিকদের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী এদিন সভায় এসংক্ৰান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও নির্দেশ দেন। শুক্রবার একটি সরকারি বিবৃতিতে একথা জানানো হয়েছে। শুক্রবার নতুন হাইকোর্ট ভবন নির্মাণের পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি অলোক আরাধে এবং হায়দরাবাদে তেলেঙ্গানার এমসিআরএইচআরডি ইনস্টিটিউটের শীর্ষ আধিকারিকরা। এই বৈঠকে হাইকোর্টের প্রধান বিচারপতি ও আইনজীবীরা বর্তমান হাইকোর্ট ভবনের জরাজীর্ণ অবস্থার প্রসঙ্গ তুলে ধরে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা মুখ্যমন্ত্রীকে জানান। মুখ্যমন্ত্রী রেবন্ত সবকিছু জেনে রাজেন্দ্রনগরে ১০০ একর জমিতে একটি নতুন হাইকোর্ট ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় তহবিলের কথা জানান।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা

