আবারও লঙ্কান ক্রিকেটে ফিরলেন জয়সুরিয়া

কলম্বো, ১৫ ডিসেম্বর (হি.স.): সনাৎ জয়সুরিয়া। লঙ্কান ক্রিকেটের সোনালী প্রজন্মের প্রতিনিধি। ক্রিকেট থেকে অবসরে গেলেও দুই মেয়াদে কাজ করেছেন লঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাচক হিসেবে। তিনি আবার ফিরলেন শ্রীলঙ্কান ক্রিকেটে।

আবার জয়সুরিয়াকে আগামী একবছরের জন্য দেখা যাবে শ্রীলঙ্কান ক্রিকেটের পরামর্শকের পদে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে এক বছরের জন্য নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। তারা জানায়, জাতীয় কার্যক্রমগুলো যাতে সর্বোচ্চ পর্যায়ের পেশাদারত্ব অর্জন করতে পারে, জয়াসুরিয়া এবার সে দায়িত্ব পালন করবেন।

এরপরও তিনি লক্ষ্য রাখবেন সব খেলোয়াড় ও কোচকে। এমনকি হাই পারফরম্যান্স সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট সব অনুশীলন ও কোচিংয়ের কাজ দেখাশোনা করবেন। এর পাশাপাশি জাতীয় পর্যায়ে বিশেষ স্কিল প্রোগ্রামও পরিচালনা করবেন।

উল্লেখ্য, এর আগে ২০১৩ ও ২০১৫ সালে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন জয়াসুরিয়া। ২০১৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে একই দায়িত্ব ছিল তার কাঁধে। মাঝে ২০১৯ সালে শ্রীলঙ্কায় দুর্নীতির তদন্তে অসহযোগিতা করার জন্য দুই বছরের নিষেধাজ্ঞায় ছিলেন আইসিসির।