অস্ত্রোপচারের পর ফের খিঁচুনি মদন মিত্রের, উদ্বিগ্ন চিকিৎসকরা
কলকাতা, ১৫ ডিসেম্বর (হি. স.) : মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার রাতে ফের খিঁচুনি হয় কামারহাটির তৃণমূল বিধায়কের। খিঁচুনি হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকেরা। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
গত সপ্তাহে বৃহস্পতিবার রাতেই খিঁচুনি শুরু হয় মদন মিত্রের। সেইসময় খিঁচুনি জেরে তাঁর বাঁ হাত ছিটকে গিয়ে লাগে রেলিংয়ে। কাঁধের হাড় ভেঙে যায় তৃণমূল নেতার। এরপর তাঁর অস্ত্রোপচার হয় বুধবার। কিন্তু গতকাল ফের তাঁর খিঁচুনি শুরু হয়। এসএসকেএম সূত্রে খবর, গতকাল সন্ধ্যার দিকে মদন মিত্র জানান, যে জায়গায় অস্ত্রোপচার হয়েছে, সেখানে ব্যথা করছে। এরপর রাতের দিকে আচমকাই খিঁচুনি হতে থাকে। অস্ত্রোপচারের পর খিঁচুনি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকেরা। চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে কামারহাটির বিধায়ককে। আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।
উল্লেখ্য, নিউমোনিয়া আক্রান্ত হয়ে মদন মিত্র চিকিৎসাধীন। হাসপাতালে পড়ে গিয়ে তাঁর কাঁধের হাড় সরে গেছিল। সেই কারণে হয় অপারেশন। উত্তর ২৪ পরগনার কামারহাটির বিধায়ক মদন মিত্র তৃ়ণমূলের হেভিওয়েট নেতা। তিনি গত সপ্তাহ থেকে চিকিৎসাধীন।

