দুবাই, ১৫ ডিসেম্বর(হি.স.): আজ অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ফাইনালে উঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের যুবাদের মুখোমুখি বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি ওভাল ২-তে ম্যাচটি হবে সকাল সাড়ে দশটায়।
দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, ‘বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এ ছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।
গ্রুপপর্বে বাংলাদেশ অপরাজিত থাকলেও এক ম্যাচ হেরেছে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৩ ম্যাচে ২৪২ রান সংগ্রহ করে আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক বাংলাদেশের ওপেনার আশিকুর শিবলি। এ ছাড়া বল হাতে ৩ ম্যাচে ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের দৌড়ে সেরা তিনে আছেন টাইগার দলপতি মাহফুজুর রহমান ও ভারতের রাজ লিম্বানি। ১০ উইকেট শিকার করেছেন তিনি।

