বঙাইগাঁও (অসম), ১৪ ডিসেম্বর (হি.স.) : বঙাইগাঁওয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মা-মেয়ে সহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনা আজ সকালে বঙাইগাঁও শহরের নিকটবর্তী কুজিয়া নদী-সেতুর ওপর সংঘটিত হয়েছে এই ঘটনা।
বেঙ্গালুর এক্সপ্ৰেসের ধাক্কায় নিহত তিনজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতদের মা কল্পনা বৰ্মণ এবং তাঁর মেয়ে প্ৰিয়া বৰ্মণ বলে শনাক্ত করা হয়েছে। তবে অন্যজনের নাম জানাতে পারেনি পুলিশ। রেল পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙাইগাঁও জেলা হাসপাতালে পাঠিয়েছে।

