ছাত্রী নিবাস থেকে এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৪ ডিসেম্বর: ছাত্রী নিবাস থেকে এক স্কুল পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে কৃষ্ণনগর স্থিত সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি ছাত্রী নিবাসে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মানসিক অবসাদের কারণে আত্নহত্যা করেছে ওই ছাত্রী এমনটাই ধারণা হোস্টেল সুপারের।খবর দেওয়া হলে পশ্চিম মহিলা থানার পুলিশ। ঘটনাস্থলে ছুটে এসে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কৃষ্ণনগর স্থিত সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি ছাত্রী নিবাসে স্কুল পড়ুয়া শেয়ারী জমাতিয়ার(১৭) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। রাতের খাবার খেতে অন্য ছাত্রীরা বেরিয়ে ছিলেন সেই সময় শেয়ারী এই কাজ করেছে বলে ধারণা হোস্টেল সুপারের। ঘর ফিরে এসে দেখতে পায় শেয়ারী ঝুলন্ত অবস্থায় রয়েছে। সাথে সাথে পশ্চিম থানায় খবর পাঠিয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।