নিজস্ব প্রতিনিধি, শান্তির বাজার, ১৪ ডিসেম্বর:
বাইখোড়া বাজারকে যানজট মুক্ত রাখতে ও দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ গ্রহন করলো অটোচালকরা। বিগতদিনেও এধরনের বিশেষ পদক্ষেপ গ্রহন করেছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য। উনার প্রচেষ্টায় কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকলেও কোনো এক অঞ্জাত কারনে বর্তমানে যে যার খুশিমতো যানজট সৃষ্টি করে যাচ্ছে। বর্তমান সময়ে লোকজনের সুবিধার্থে বিএমএস-এর সহযোগীতায় বাইখোড়ার অটোচালকরা নিজেদের অটোস্টেন্ড পরিবর্তন করেছেন। উনারা বাজারকে যানজট মুক্ত রাখতে বাইখোড়া থানার সহযোগীতা চেয়েছেন বলে জানান।
কিন্তু দেখা যায় অটোচালকরা অটো স্ট্যান্ড পরিবর্তন করলেও আগরতলা থেকে সাব্রুমগামী বাস থেকে শুরু করে অন্যান্য গাড়ী বাজারে যার যার মতো পার্কিং করে যাচ্ছে। থানায় জানিয়েও কাজের কাজ কিছু না হওয়াতে বৃহস্পতিবার অটোচালকরা বিক্ষোভ প্রদর্শন করে। অটোচালকরা জানান পুলিশ সঠিকভাবে সহযোগীতা করলে বাজার এলাকায় যানজট সৃষ্টি হবেনা। আগামীদিনে পুলিশ যদি সঠিক পদক্ষেপ গ্রহন না করে তাহলে সকলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান অটোচালকরা। এখন দেখার বিষয় লোকজনের স্বার্থে ও বাইখোড়া বাজার এলাকাকে যানজট মুক্ত রাখতে প্রসাশন কি প্রকার পদক্ষেপ গ্রহন করে।

