শহরতলীতে যান দুর্ঘটনায় মৃত ১, আহত ২ 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ডিসেম্বর: 

রাজধানী আগরতলা শহর সংলগ্ন ঝুলন্ত ব্রিজ এলাকায় গতকাল গভীর রাতে অটো উল্টে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। চালকসহ দুজন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে অটোচালক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর বৃহস্পতিবার সকালে  হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। মৃত মহিলার নাম রাখি সিংহ রায়(৩৯)। আহতরা হলেন অটোচালক সুবীর সাহা এবং মৃত মহিলার ভাই অজয় বসাক। 

ঘটনার বিবরণে জানা গেছে রাখি সিংহ রায় নামে রামঠাকুর সংঘ এলাকার ওই মহিলা সাধুটিলা এলাকায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত সাড়ে বারোটা নাগাদ একটি অটো রিজার্ভ করে ভাইকে নিয়ে রামঠাকুর সংঘ এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন । অটোটি ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে অটোতে থাকা তিনজনই আহত হয়। আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাখি সিংহ রায়কে মৃত বলে ঘোষণা করেন। আহত অপর দুজনের মধ্যে একজনকে জিবি হাসপাতালে চিকিৎসা চলেছে। চালকের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই রামঠাকুর সংঘ এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

 ______