উপাচার্য নিয়োগের আইনি লড়াইয়ে আচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করায় অন্যায় কোথায়, প্রশ্ন সুকান্তর

কলকাতা, ১৩ ডিসেম্বর (হি.স.) : বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে রাজ্যপাল-আচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করায় অন্যায় কিছু হয়নি। বুধবার দমদম বিমানবন্দরে এই মন্তব্য করেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্তবাবু বলেন, রাজ্য সরকারও সব মামলা জনগনের টাকায় লড়ে। তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে রাজ্যপাল-আচার্য বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করার সিদ্ধান্ত নিলে অন্যায় কোথায়?

এক সাংবাদিক প্রশ্ন করেন, কিন্তু রাজ্য সরকার জনগনের অর্থে মামলা লড়ায় তো বিভিন্ন মহলে প্রতিবাদ উঠছে! তাহলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আইনি লড়াইয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থ খরচ করার যৌক্তিকতা কতটা? উত্তরে সুকান্তবাবু বলেন, রাজ্য সরকারের সব মামলা জনগনের টাকায় লড়ার বিষয়টিতে প্রতিবাদ ওঠে। যেমন, বিজেপি-কে সভা করতে দেবো না। এরকম রাজনৈতিক বিরোধিতা মামলায় গড়ালে কেন জনগন তার আর্থিক দায় নেবে? বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে মামলা হয়েছে তো প্রতিষ্ঠানের স্বার্থে। সুপ্রিম কোর্ট এ ব্যাপারে আচার্যর এক্তিয়ারকে স্বীকৃতি দিয়েছে। আচার্য তো নিজের পদোন্নতি বা বেতনবৃদ্ধি নিয়ে মামলা চালাতে বিশ্ববিদ্যালয়ের অর্থ নিচ্ছেন না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *