ভোপাল, ১৩ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদবকে নিয়ে প্রবল আত্মবিশ্বাসী প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার শিবরাজ বলেছেন, নতুন মুখ্যমন্ত্রী রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। বুধবার সকালে ভোপালের স্মার্ট পার্কে চাড়া গাছ রোপণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “নতুন মুখ্যমন্ত্রী রাজ্যের সমৃদ্ধি, উন্নয়ন এবং জনকল্যাণকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন, এ বিষয়ে আমি আত্মবিশ্বাসী।”
নতুন মুখ্যমন্ত্রী মোহন যাদবকে অভিনন্দন জানিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমি বিশ্বাস করি, নতুন মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন। তাঁর জন্য শুভ কামনা রইল।” প্রসঙ্গত, বুধবার মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডঃ মোহন যাদব। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

