ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।। এগিয়ে চলো সংঘের কাছে আটকে গেল তরুণ সংঘ দল। সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে বুধবার নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে এগিয়ে চলো সংঘের মুখোমুখি হয় তরুণ সংঘ। ম্যাচে এগিয়ে চলো শিবির ২৭ রানের ব্যবধানে হারিয়ে দিলো তরুণ সংঘকে। টসে জয়লাভ করে এগিয়ে চলো সংঘ ৩৮.২ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৩৪ রান। ব্যাট হাতে দলের পক্ষে অভয় দেব সিং ২৭, শঙ্খদীপ দাস ২০, অর্নব দেববর্মা ২১, চন্দ্রশান্ত গোস্বামী ১০ রান করে। এছাড়া অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৭ রানের। বলে তরুণ সংঘের পক্ষে শুভ্রজিত সাহা ও রাজদীপ দাস তিনটি করে উইকেট দখল করে। এছাড়া একটি করে উইকেট নেয় সায়নতন রায় ও সুধাংশু পালরা। জয়ের জন্য তরুণ সংঘের সামনে টার্গেট দাঁড়ায় ১৩৫ রানের। যাকে হাসিল করতে নেমে শেষ পর্যন্ত তরুণ সংঘ শিবির ৩৯.৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে ১০৭ রানই করতে সক্ষম হয়। ব্যাটে সায়নতন রায় ২৮, সুধাংশু পাল ১৫, শুভ্রজিত সাহা ১৬, শুভম সাহা ১১, অনুপম ঘোষ ১১ রানই করতে সক্ষম হয়। সুবাদে ২৭ রানের ব্যবধানে অনায়াসেই জয় হাসিল করে নিলো এগিয়ে চলো সংঘ। বিজয়ী দলের হয়ে দুটো করে উইকেট দখল করে দিগ্বিজয় মজুমদার, ময়ুক চৌধুরী ও চন্দ্রশান্ত গোস্বামী।
2023-12-13

