জাতীয় যোগাসনের লক্ষ্যে রাজ্যদলের সপ্তাহ ব্যাপি ক্যাম্প আগামীকাল থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।। জাতীয় যোগাসন প্রতিযোগিতা কে সামনে রেখে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তা ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশন। আগামী ১৫ ডিসেম্বর থেকে সাত দিনব্যাপী এই যোগা প্রশিক্ষণ শিবির চলবে এন এস আর সি সি-র যোগা হল-এ। শিবিরের জন্য নির্বাচিত যোগা খেলোয়ারদের নামও ঘোষণা করা হয়েছে। সাত দিনব্যাপী এই কোচিং ক্যাম্পে প্রথম শ্রেণীর যোগা প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন। শিবিরে ডাক পাওয়া খেলোয়াড়রা হলো ৮ থেকে ১৪ বছর বালিকা বিভাগে শ্রেষ্ঠা দাস, ধৃতি দেবনাথ, অন্বেষা দেব; বালক বিভাগে দেবান্তর ভদ্র, তন্ময় সরকার, তীর্থঙ্কর ভৌমিক। ১৪ থেকে ১৮ বছর বালিকা বিভাগে রিমা বেগম, প্রতিভা সিংহ, পূজা ভট্টাচার্য; বালক বিভাগে দেবার্পন কুন্ডু, রাজদীপ পাল, বিজয় পাল। ১৮ থেকে ২৪ বছর মহিলা বিভাগে ইশা সূত্রধর, অর্পিতা দেব, সুস্মিতা দেবনাথ; পুরুষ বিভাগে সৌরভ ঘোষ, দেবাশীষ দাস, শুভ্রজিৎ বনিক। ২৪ থেকে ৩০ বছর মহিলা বিভাগে প্রিয়াঙ্কা সেন, উমাৎসি খাম্বলাই, কোরোর মির্জা; পুরুষ বিভাগে মাধব দেবনাথ, সৌরভ নাথ, প্রলয় মজুমদার। ৩০ থেকে ৪০ বছর মহিলা বিভাগে পূরবী দাস, শান্তা ভট্টাচার্য; পুরুষ বিভাগে চয়ন দেবনাথ, অনুজিৎ দেবনাথ। ৪০ থেকে ৫০ বছর মহিলা বিভাগে শিপ্রা দত্ত চৌধুরী, সুতপা রায়, নন্দিতা সাহা; পুরুষ বিভাগে সুভাষ দেবনাথ, সুব্রত দত্ত, সুখময় দেবনাথ। ৫০ থেকে ৬০ বছর মহিলা বিভাগে সুমিতা গোপ, দীপিকা দেবী দেবনাথ, শিখা গুপ্তা; পুরুষ বিভাগে হরিশংকর দত্ত, গৌরাঙ্গ চন্দ্র সাহা। ৬০ ততোর্ধ মহিলা বিভাগে প্রীতি চক্রবর্তী, গৌরী সাহা;  পুরুষ বিভাগে নির্মল চক্রবর্তী। কোচ সান্তনু দাস ও সোমা দাস ম্যানেজার নিরঞ্জন ভট্টাচার্য। ন্যাশনাল জাজ কালিনারায়ণ ঘোষ, সমিরন চক্রবর্তী। এছাড়া, জাজ হিসেবে নতুন ভাবে যারা নির্বাচিত হয়েছেন অমল ভট্টাচার্য, চন্দনা দেব, মিতালী ভৌমিক, সত্য ঘোষ, জয়দেব মজুমদার, নন্দিতা বনিক।