ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর।। খুবই অল্প রান। যাতে অনায়াসেই জয় হাসিল করে নিলো মর্ডান ক্রিকেট একাডেমি। সদর অনুর্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্টে বুধবার নেপকো মাঠে হলো এই ঘটনা। ম্যাচে কর্নেল কোচিং সেন্টার খুবই অল্প রানে গুটিয়ে গেল। প্রথমে ব্যাট করে কর্নেল শিবির ২৫.১ ওভারে ১০ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে মাত্র ২৯ রান। ব্যাটে দলের একজন ব্যাটসম্যান ও দু অংকের রান করতে পারেনি। বল হাতে মর্ডানের হয়ে দীপজয় দেবনাথ ও পঙ্কজ শীলরা তিনটি করে উইকেট নেয়। জবাবে খেলতে নেমে মর্ডান শিবির ৩.৫ ওভারেই মাত্র এক উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো। ব্যাটে উজ্বল দেব ১০ রান করে। এছাড়া অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১৩ রানের। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো মর্ডান দল।
2023-12-13

