সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ : খাড়গে

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : সন্ত্রাসের বিরুদ্ধে দেশ দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ বলে বুধবার মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সংসদ ভবন কমপ্লেক্সে ২০০১ সালের হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন। শ্রদ্ধা জানানোর পর তিনি সোশ্যাল মিডিয়া এক্স -এ পোস্ট করে একথা লেখেন। তিনি এক্স-এ লেখেন, “আমরা শহীদদের অদম্য সাহসিকতাকে স্যালুট জানাই এবং আমরা সবসময় তাদের কাছে ঋণী থাকব, আমাদের চিন্তা তাদের পরিবারের জন্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ”।

এরপর কংগ্রেস দলের তরফ থেকে এক্স-এ পোস্ট করা হয়। সেই পোস্টে কংগ্রেস লিখেছে, ” আজ কংগ্রেস সভাপতি খাড়গে এবং দলের বর্ষীয়ান নেত্রী সোনিয়া গান্ধী সংসদ হামলার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। গণতন্ত্রের মন্দির রক্ষা করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই শহীদদের কাছে দেশ চিরঋণী থাকবে”। ২০০১ সালের ১৩ ডিসেম্বর সংসদে সন্ত্রাসবাদীদের হামলায় সংসদ ভবনের রক্ষী এবং দিল্লি পুলিশের কর্মী সহ মোট নয়জন শহীদ হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *