নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.) : জওহরলাল নেহরু ও কংগ্রেস পার্টিকে ইতিহাস কখনো ক্ষমা করবে না, বলে বুধবার মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বুধবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা জবাবে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, রাজনৈতিক লাভের জন্য কংগ্রেস দেশকে যে ক্ষত দিয়েছে তার সাক্ষী রয়েছে ইতিহাস।
প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও কংগ্রেস পার্টিকে ইতিহাস কখনও ক্ষমা করবে না। অনুরাগ ঠাকুর বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে আরও বলেন, নেহরুর ভুলের ফল এখনও মানুষ ভোগ করছে। সর্দার প্যাটেল ৫৫৩ টিরও বেশি রাজকীয় রাজ্যকে অন্তর্ভুক্ত করেছিলেন এবং নেহেরু জম্মু ও কাশ্মীরের দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তা সঠিকভাবে পালন করতে পারেননি। অনুরাগ ঠাকুর, রাহুল গান্ধীকে প্রশ্ন করে বলেন, তিনি কাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) জন্য দায়ী করছেন? ১৯৬২ সালে চীনের সঙ্গে যুদ্ধে ৩০০০ মানুষের মৃত্যুর জন্য দায়ী কে ? এই সব ভুল ঢাকতে চাইছে কংগ্রেস, বলেও এদিন তোপ দাগেন অনুরাগ সিং।
উল্লেখ্য, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছিলেন, পণ্ডিত নেহেরু ভারতের জন্য জীবন দিয়েছেন। বছরের পর বছর তিনি জেলে ছিলেন। অমিত শাহ ইতিহাস সম্পর্কে অজ্ঞ। তাদের কাছে ইতিহাস জানার আশা করা যায় না, তাদের নতুন করে ইতিহাস লেখার অভ্যাস আছে। এই বক্তব্যের উত্তরেই এদিন অনুরাগ উপরোক্ত জবাব দেন।