ত্রিপুরা-৪০
মুম্বাই-৪১/০
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।। মুখ থুবড়ে পড়লো ত্রিপুরা। শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে। অনূর্ধ্ব-২৩ বালিকাদের টি-২০ ক্রিকেটে। বারাসত মাঠে অনুষ্ঠিত ম্যাচে মুম্বাই জয়লাভ করে ১০ উইকেটে। ত্রিপুরার গড়া মাত্র ৪০ রানের জবাবে মুম্বাই কোনও উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। পর পর দুই ম্যাচে পরাজিত হয় ত্রিপুরা। ১৩ ডিসেম্বর ত্রিপুরা তৃতীয় ম্যাচ খেলবে অরুনাচল প্রদেশের বিরুদ্ধে। সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে মুম্বাইয়ের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে মাথা তুলে দাড়াতে পারেননি ত্রিপুরার ব্যাটসম্যান-রা। দল অতিরিক্ত খাতে যদি সর্বোচ্চ ১০ রান না পেতো তাহলে দলীয় স্কোর আরও লজ্জাজনক হতো। ১৮.৫ ওভার ব্যাট করে ত্রিপুরা ৪০ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭ রান করেন অন্তরা দাস। মুম্বাইয়ের পক্ষে হার্লে গালা ১৮ রান দিয়ে এবং জানভি ২২ রান দিয়ে ৩ টি করে উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে মুম্বাই ৮.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে তুশি শাহ ৩১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে এবং রিয়া চৌধুরি ২২ বল খেলে ১৫ রানে অপরাজিত থেকে যান।