প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রনায়কত্ব ও বুদ্ধি নিবিড়ভাবে ভারতের গতিপথকে সুদৃঢ় করেছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): জন্মবার্ষিকীতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন রাষ্ট্রপতিকে স্মরণ করে সোমবার সকালে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রনায়কত্ব ও বুদ্ধি নিবিড়ভাবে ভারতের গতিপথকে সুদৃঢ় করেছে।

প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেল মারফত এক বার্তায় জানিয়েছেন, “জন্মবার্ষিকীতে শ্রী প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তাঁরা রাষ্ট্রনায়কত্ব এবং বুদ্ধি নিবিড়ভাবে আমাদের দেশের গতিপথকে সুদৃঢ় করেছে৷ তাঁর অন্তর্দৃষ্টি এবং নেতৃত্ব অমূল্য ছিল এবং ব্যক্তিগত স্তরে আমাদের মিথস্ক্রিয়া সর্বদা সমৃদ্ধ ছিল৷ আমাদের অগ্রগতির দিকে যাত্রায় তাঁর নিবেদন এবং প্রজ্ঞা চিরকাল পথপ্রদর্শক শক্তি হয়ে থাকবে।”