গীতাপাঠের দিনই টেট, পরীক্ষার সূচি বদলের আর্জিতে হাই কোর্টে দিলীপ

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেডে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসর। সেখানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকার কথা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিশিষ্টজনের। আর সেই উপলক্ষে শহর ঢাকা থাকবে নিরাপত্তার নিশ্ছিদ্র বেড়াজালে।

ওই একই দিনে স্কুল শিক্ষক নিয়োগের জন্য টেট-এর দিন ধার্য করেছে পর্ষদ। তা বাতিলের আর্জি জানিয়ে এবার কলকাতা হাই ের দ্বারস্থ হয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।

দিলীপ ঘোষের বক্তব্য, আগামী ২৪ তারিখ শহরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা থাকলেও সমস্যায় পড়তে পারেন তাঁরা। সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধা হতে পারে। সেই কারণে ওই দিন টেট বাতিল করার আর্জিতে মামলা দায়ের করতে চান বলে হাই কোর্টে আবেদন জানান দিলীপ ঘোষ।

এর আগে প্রাইমারি টেট হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর। কিন্তু কোনও কারণে ১০ তারিখ পিছিয়ে নতুন করে ২৪ তারিখ পরীক্ষার দিন ধার্য করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। অন্যদিকে, ব্রিগেডে গীতাপাঠের আসরও দুপুরে। ফলে ওই সময়ে কলকাতার রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে।

ওই দিন বহু গাড়ির রুট ঘুরিয়ে দেওয়া হতে পারে। যার জেরে পরীক্ষার্থীরা পথে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন দিলীপ ঘোষ। সোমবার এসব জানিয়ে তিনি হাই কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হন।

সূত্রের খবর, পরীক্ষা বাতিল করা সম্ভব নয় বলে মত প্রধান বিচারপতির। তবে তিনি দিলীপ ঘোষকে এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।