দুবাই, ১১ ডিসেম্বর(হি.স.): এবারের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে চ্যাম্পিয়ন করা অজি ব্যাটার ট্রাভিস হেডই হয়েছেন নভেম্বর মাসের আইসিসি সেরা ক্রিকেটার। বিশ্বকাপ ফাইনালে রান তাড়া নেমে সেঞ্চুরির করেছিলেন হেড। হয়েছিলেন ম্যান অব দ্য ফাইনালও।
ফাইনালে ব্যাট করতে নেমে অজিরা যখন ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে, তখন ১২০ বলে ১৩৭ রানের ইনিংস খেলেন। ১৫টি চার ও ৪টি ছয়ে ম্যাচজয়ী ইনিংসটি খেলেন তিনি।
আজ সোমবার (১১ নভেম্বর) আন্তর্জাতিই ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে নভেম্বর মাসের সেরা খেলোয়াড়ের নাম।

