চেন্নাই, ১১ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর চেঙ্গালপাট্টুর কাছে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। রবিবার রাত সাড়ে দশটা নাগাদ চেঙ্গালপাট্টুর কাছে বেলাইন হয়ে যায় একটি মালগাড়ির ৫টি বগি। এই ঘটনার জেরে বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। রেল সূত্রের খবর, লোহার রড নিয়ে চেন্নাই হারবারের দিকে আসছিল মালগাড়িটি। রবিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ মালগাড়ির ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়া পর রবিবার রাতেই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। শুরু হয় রেললাইন মেরামতের কাজ। সোমবার সকালেও রেললাইন মেরামত করতে দেখা যায় রেলের কর্মীদের। রেল সূত্রের খবর, মালগাড়ি লাইনচ্যুত হওয়ার কারণে দক্ষিণ তামিলনাড়ু থেকে চেন্নাই অভিমুখে যাত্রীবাহী ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।