এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশ গাঁজা গাছ ধ্বংস করল বিএসএফ

আগরতলা, ১১ ডিসেম্বর: গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে বিশালগড় থানার পুলিশ ও বিএসএফ।গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে  গাঁজা গাছ ধ্বংস করে যৌথ বাহিনী ।এদিন প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশ গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।

বিএসএফ এক বিবৃতি জারি করে জানিয়েছে, সোমবার সকালে বিশালগড় গজারিয়া এলাকায় ৭০ কানি জায়গা জুড়ে গজিয়ে উঠা গাজা বাগানে অভিযান চালানো হয়েছে। তাতে বিপুল পরিমাণে গাছ নষ্ট করা হয়েছে।বিশালগড় থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান,অসম রাইফেলের যৌথ অভিযানে অবৈধ গাজা গাছ নষ্ট করা সক্ষম হয়েছে। সাথে আরও জানিয়েছে, ওই অভিযানে প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার পাঁচশ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।