কৈলাশ খেরের ‘কাশী স্তূতি’ গানটির উপস্থাপনা মনোমুগ্ধকর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : বিখ্যাত সঙ্গীত শিল্পী কৈলাশ খের বর্তমানে কাশীর বিশ্বনাথকে নিয়ে একটি গান গেয়েছেন। কৈলাশ খেরের নতুন গান ‘কাশী স্তূতি’ নামে পরিচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গায়ক কৈলাশ খেরের নতুন গান ‘কাশী স্তূতি’-এর প্রভূত প্রশংসা করেছেন। মোদী অমর এবং অবিনশ্বর কাশীর গৌরবকেও শ্রদ্ধা জানিয়েছে বলেন, ভক্তিতে পূর্ণ এই গানটির উপস্থাপনা মনোমুগ্ধকর।

কৈলাশ খেরের এক্স পোস্ট সম্পর্কে প্রধানমন্ত্রী এক্স-এ আর একটি পোস্ট করে নিজের মতামত ব্যক্ত করেন। মোদী পোস্টে লেখেন, “অমর-অক্ষয় কাশীর মহিমায় বারবার নমস্কার! আপনার ভক্তিপূর্ণ উপস্থাপনা মনোমুগ্ধকর। জয় বাবা বিশ্বনাথ!”