মুম্বই, ১০ ডিসেম্বর(হি.স.): আইপিএলের পুরুষ ও মহিলা ম্যাচ শুরুর দিন ঘোষণা করলেন বোর্ড সচিব জয় শাহ ।
বিসিসিআই সচিব জানিয়েছেন, মার্চ মাসের শেষে শুরু হবে আইপিএল চলবে মে মাসের শেষ সপ্তাহ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।
আর আগামী ২ অথবা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলাদের দ্বিতীয় আইপিএল। এ বার একটি রাজ্যেই হবে মহিলাদের প্রতিযোগিতা। বিশেষ কিছু সমস্যার জন্য একাধিক রাজ্যে মেয়েদের আইপিএল আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ড সচিব।

