রায়পুর, ১০ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রবিবার বিষ্ণু দেও সাইকে ছত্তিশগড় রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।
ছত্তিশগড়ে পালাবদলের পর বিজেপি ক্ষমতায় এসেছে। শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়। রবিবারই রাজধানী রায়পুরে দলের নতুন নির্বাচিত সদস্যদের নিয়ে বৈঠক হয়। বিজেপি পরিষদীয় দলনেতা স্থির করতে হয় সেই বৈঠক। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বিষ্ণু দেও সাইয়ের নাম ঘোষণা করা হয়। এরপরই ভূপেশ বাঘেল বিষ্ণু দেও সাইকে ছত্তিশগড় রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।
এদিন বাঘেল সোশ্যাল মিডিয়া এক্স-এ হিন্দি ভাষায় পোস্ট করে লিখেছেন, “কুঙ্কুরি বিধায়ক এবং প্রবীণ বিজেপি নেতা শ্রী বিষ্ণু দেও সাই জিকে বিজেপি আইনসভা দলের নেতা নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। আমি কামনা করি আপনি মুখ্যমন্ত্রী হিসাবে ছত্তিশগড়ের ন্যায়বিচার ও অগ্রগতির যাত্রাকে এগিয়ে নিয়ে যান। @বিষ্ণুদেওসাই।”