রিয়াসি, ১০ ডিসেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় মাটি চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, রিয়াসি জেলার সুঙ্গারিতে একটি মাটিচাপা মেশিন উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজনের নাম মুন্সি নীতীশ কুমার ও রাজিন্দর সিং। তৃতীয় মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। একজন পুলিশ আধিকারিক এই ঘটনাটি জানিয়েছেন। তিনি জানান, এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্তও শুরু করেছে।

