বিজেপিতে কোনও শৃঙ্খলা নেই, নির্বাচনে তাঁরা মেরুকরণ করে; তোপ অশোক গেহলটের

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। তাঁর মতে, বিজেপিতে কোনও শৃঙ্খলা নেই। একইসঙ্গে গেহলট যোগ করেছেন, নির্বাচনে মেরুকরণ করে বিজেপি।

গত ৩ ডিসেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হয়েছে, কংগ্রেসের থেকে মরুরাজ্য ছিনিয়ে নিয়েছে বিজেপি। অথচ এখনও রাজস্থানের মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে পারেনি বিজেপি। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়েও একই অবস্থা। আর তা নিয়েই শনিবার তোপ দাগলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
শনিবার সকালে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক গেহলট বলেছেন, “প্রায় ৭-দিন ধরে, তাঁরা (বিজেপি) তিনটি রাজ্যে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করতে পারেনি। এই দলে কোনও শৃঙ্খলা নেই। আমরা যদি তাই করতাম, তাহলে তাঁরা আমাদের বিরুদ্ধে কী কী অভিযোগ করত এবং মানুষকে বিভ্রান্ত করত, তা জানি। তাঁরা নির্বাচনে মেরুকরণ করেছে…আমরা নতুন সরকারকে সহযোগিতা করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *