কোট্টায়াম, ৯ ডিসেম্বর (হি.স.) : আগামী বছরের জানুয়ারি মাসে কেরল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে এনডিএ-র একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে মোদীর। শনিবার কেরলে বিজেপির রাজ্য প্রধান কে সুরেন্দ্রন এই তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং অন্যান্য সিনিয়র নেতারাও আসন্ন লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ রাজ্যে এনডিএর বিভিন্ন প্রচার কর্মসূচিতে অংশ নেবেন। আগামী মাসগুলিতে বিজেপির নেতা-মন্ত্রীদের এই প্রচার কর্মসূচি রয়েছে বলেও তিনি জানান।

