মুম্বাই-৫২৪/৫(৮৬)
ত্রিপুরা -১৩/০(৩.২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।। পাহাড় সমান স্কোর। দুর্বল ত্রিপুরার বিরুদ্ধে। মাত্র ৮৬ ওভার ব্যাট করে মুম্বাই করলো ৫২৪ রান। তাও ৫ উইকেটে ইনিংস ঘোষণা। কার্যত ত্রিপুরার বোলারদের গলির বোলারের পর্যাযে নামিয়ে আনলেন মুম্বাইয়ের ব্যাটসম্যান-রা। অনূর্ধ্ব-১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমির ২২ গজে ত্রিপুরার বোলারদের কার্যত শাসন করলেন মুম্বায়ের ব্যাটসম্যান-রা। বুঝিয়ে দিলেন ত্রিপুরা জয় করতে কতটা মরিয়া মনন ভাট-রা। মন্দালোর জন্য প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার পর শনিবার সকালে টসে জয়লাভ করে মুম্বাই প্রথমে ব্যাট নিয়ে ৫ উইকেট হারিয়ে ৫২৪ রান কের ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। জবাবে দ্বিতীয় দিনের শেষে স্বাগতিক ত্রিপুরা কোনও উইকেট না হারিয়ে ১৩ রান করেয। মুম্বাইয়ের নুতন দ্বিশতরান করেন। এছাড়া আওয়িশ খান করেন শতরান। মুম্বায়ের এখন লক্ষ্য থাকবে দ্কুত ত্রিপুরার উইকেট ফেলে দিয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়া। ওই অবস্থায় ত্রিপুরা কতটা লড়াই ছুড়ে দিতে পারে তা-ই দেখার। সকালে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই দ্রুত রান তোলার দিকে নজর দেন মুম্বাইয়ের ব্যাটসম্যান-রা। দুই ওপেনার আওয়িশ খান এবং আয়ুষ মাত্রে ৭৮ বল খেলে ঝড়ো ১০৮ রান যোগ করে বুঝিয়ে দেন মুম্বায়ের লক্ষ্য। আয়ুষ ৬৪ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন। এরপর আওয়িশ এবং সঙ্গে জুটি বেঁধে মাঠে ঝড় তুলেন নতুন। দুজনই দ্রুত রান তোলার দিকে নজর দেন। ওই জুটি ২৯৯ বল খেলে যোগ করেন ২৮১ রান। আওয়িশ ১৮২ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২৭ এবং নুতন ১৬৪ বল খেলে ৩২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১৩ রান করেন। শেষ দিকে আয়ুষ শচীন ভারতাক ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ (অপ:), দলনায়ক মনন ভাট ৫১ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৫ রান করেন। মুম্বাই ৮৬ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৫২৪ রান করে ইনিংসের সমাপ্তি ঘোষনা করে। ত্রিপুরার পক্ষে রোহন বিশ্বাস ১১৯ রানে ৪ উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে দ্বিতীয দিনের শেষে ত্রিপুরা ২০ বল খেলে কোনও উইকেট না হারিয়ে ১৩ রান করে। দলের পক্ষে দ্বীপজয় দেব ১১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রানে এবং দেবাংশু দত্ত ৯ বল খেলে ২ রানে অপরাজিত থেকে যান। ত্রিপুরা এখনও পিছিয়ে রয়েছে ৫১১ রানে। ফলোঅন এড়াতে হলে ত্রিপুরাকে আরও ৩১২ রান করতে হবে।

